এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
১০ সেপ্টেম্বর, ২০২৫
দ্যনিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের সাম্প্রতিক যৌথ জরিপের ফলের বরাতে আইউইটনেস নিউজ জানায়, এতে অংশগ্রহণকারীদের ৪৬শতাংশ নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র হিসেবে দেখতে চান মামদানিকে। অন্যদিকে কুওমোর পক্ষে ভোট পড়ে ২৪ শতাংশ। সে হিসাবে কুওমোর চেয়ে ২২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি।
জরিপে ১৫ শতাংশ অংশগ্রহণকারীর সমর্থনপান রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়া। অন্যদিকে ৯ শতাংশ ভোট পান বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী এরিক অ্যাডামস।
জরিপের বিষয়ে সিয়েনা কলেজের পরিচালক লেভি ডন জানান, মামদানির পক্ষে বিশাল সমর্থনের মূলে আছেন তরুণ ভোটাররা। অন্যদিকে ৪৫ বছরের বেশি বয়সীদের অনেকে সমর্থন করেন সাবেক গভর্নর কুওমোকে।
তিনি আরও জানান, মামদানিকে হারাতে হলে স্লিওয়া ও অ্যাডামসের সমর্থকদের নিজের পক্ষে টানতে হবে কুওমোকে।
আইউইটনেস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তরুণদের মধ্যে মামদানির সমর্থন থাকলেও সিটির বিত্তশালীরা মেয়রহিসেবে চান কুওমোকে।
প্রেসিডেন্ট ডনাল্ডট্রাম্পও গুরুত্বপূর্ণ এনির্বাচনে সমাজতন্ত্রী মামদানিরজয় ঠেকাতে চান । প্রতিদ্বন্দ্বী সবাইকেএকত্রিত হয়ে মামদানির পরাজয় এর জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেনতিনি।